পরিবর্তন
Search This Blog
যে সব অভিজ্ঞতা খুব সহজেই অর্জন করে সিভিতে লেখা যায়
পড়াশুনা শেষ করেই যখন চাকুরীতে ঢুকেন তখন অভিজ্ঞতা চাইলে আপনি তো অবাক পড়াশুনা করেই তো শেষ করলাম সময় অভিজ্ঞতা কোথায় পাব। ভাই কত যে পড়াশুনা করেছেন যে কাজ করার সময় পান নাই। নিচের কাজ গুলো দেখুন আর অভিজ্ঞতার ঝুড়িতে অভিজ্ঞতা বাড়ান
পরিচিত কোন দোকানে পার্টটাইম কাজ না খুজে দোকানদারের সাথে খাতির জমিয়ে তার মালামাল বিক্রয় কৌশন শিখে তার দোকানে তার মত মালামাল বিক্রয় করা। অভিজ্ঞতা দিবেন সেলস্ ম্যান তার পর ৬ মাস বা একবছর লিখে দিবেন সিভিতে। দায়িত্ব সমূহঃ মালামাল বাকিতে এবং নগদ টাকায় বিক্রয়। বাকিতে বিক্রয়কৃত হিসাব লিপিবদ্ধ। নগদ ও বাকি টাকায় মালামাল ক্রয় এবং বাকিতে ক্রয়কৃত মালামালের পাওনাদারদের হিসাব লিপিবদ্ধ এবং পরিশোধ। খাজনা পরিশোধ। মালামাল শট করা। দোকান পরিষ্কার রাখা। এক্সপায়ার ডেট জেনে আগের মালমাল আগে বিক্রয় করা।
মেসে থাকলে মেস ম্যানেজার হওয়া বা মেস ম্যানেজার এর কাজ গুলো বুঝে তার সাথে কাজ করা তাকে সাহায্য করা। পোস্ট: মেস ম্যানেজার। দায়িত্বঃ রুমের ভাড়া উঠানো। ভাড়া মালিককে বুঝিয়ে দেয়া। রুম ভাড়া না উঠাতে পারলে রুমমেট এবং মালিকে বোঝানো। বিদ্যুৎ বিল, গ্যাস, পানির বিল পরিশোধ। বাজার করানো, সম্ভব না হলে নিজে ম্যানেজ। রাধুনি ম্যানেজ। কোন অনাকাঙ্খিত ঘটনার উদ্ভব হলে তা ম্যানেজ করা। সকল হিসাব সংরক্ষণ।
সাইকেল গ্রুপের লিডার, সাইকেল থাকলে ঘুড়তে বের হন সাথে জোগাড় করুন সাথী আর তাদের সাথে সারা বছর ঘোরাঘুড়ি করে সিভিতে যোগ করে দিতে পারেন সাইকেল গ্রুপ লিডার পোস্ট। দায়িত্বসমূহঃ ইভেন্টের সময় নির্ধারণ, সবাইকে জানানো, সম্ভাব্য কাউকে বোঝানো তাকে দলে আনা, সম্ভাব্য সমস্যা মোকাবেলায় প্রস্তুতি গ্রহন, ফার্স্ট এইড দেয়া, উদ্ভব নতুন সমস্যার মোকাবেলা।
ব্লাড ডোনেশন গ্রুপের লিডার, পরিচিত এবং বন্ধুদের রক্তের গ্রুপ সংগ্রহ করে প্রয়োজন অন্যের জন্য রক্তের যোগান দিয়ে মানবিক সাহায্য করে যে সময় ব্যয় করবেন তা সিভিতে এ্যড করতে পারেন পোস্ট ব্লাড ডোনার গ্রুপ লিডার। দায়িত্বঃ সকলের এবং নতুন সবার ব্লাগ গ্রুপ লিস্ট করে রাখা, সর্বশেষ ডোনেশন ডেট আপডেট রাখা, নতুনদের উৎসাহ দেয়া, রক্তদাতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সামাজিক মাধ্যমে তাদের ভাবমূর্তি বৃদ্ধি।
বিভিন্ন মেলায় বিক্রয় কর্মী হওয়া। পোস্ট বিক্রয় কর্মী। দায়িত্বঃ এটা যখন কাজ করবেন তখন উদ্যোক্তা কাজ বুঝিয়ে দিবে। আপনি শুধু একরাশ আগ্রহ দেখাবেন। কাজ আপনার হবেই।
ট্রাফিক সহকারী পোস্ট। ট্রাফিক সহকারী হিসেবে কাজ করা খুব একটা সহজ কাজ নয় কিন্তু আপনি ট্রাফিক পুলিশের কাছে আপনার আগ্রহ এবং শিক্ষা জীবনে অভিজ্ঞতার জন্য কয়েকদিন তার সহকারী হিসেবে কাজ করতে চান জানিয়ে তার সাথে কাজ করুন। দায়িত্ব সমূহ তার কাছ থেকেই জানতে পারবেন।
সেচ্ছাসেবক, সেচ্ছা সেবক বলতে কোন দল/লিগের সাথে যাবেন না। অনেক সেচ্ছাসেবক সংগঠন আছে যারা শুধু সেবাই করে এমন কোন সংগঠনের খাতায় আপনার নাম লিখে অযোথা সময় নষ্ট না করে তাদের কাজে সহযোগিতা করেন আর অভিজ্ঞতার তাদের থেকে প্রাপ্ত পোস্ট এবং দায়িত্ব নিয়ে নিন।
কুরিয়ার সার্ভিসঃ প্রতিটা শহরে কুরিয়ার সার্ভিস বর্তমানে জনপ্রিয় চাকুরী। তারাই একটা সাইকেল দিবে আপনি তাতে করে আশেপাশের এলাকায় তাদের প্রডাক্ট পৌছে দিবেন। পোস্ট ডেলিভারি ম্যান, দায়িত্বঃ সঠিক সময়ে পন্য পৌছানো, সেবা মূল্য গ্রহন, কোম্পানির অফার জানানো, ইত্যাদি।
সর্বশেষে কাজ শেখার আগে পেমেন্ট নিয়ে কোন চিন্তাই করবেন না। কারণ কাজ করার সুযোগ আপনি পেয়েছেন তাতেই ইয়াহু/গুগুল বলে কাজে লেগে যান দু সপ্তাহের ভিতর আপানি কাজ সম্পকে বুঝে যাবেন আর অভিজ্ঞতা হয়ে গেলে আপনি পেমেন্ট চাইবেন, মালিক দিতে না চাইলে এই অভিজ্ঞতা নিয়ে অন্য জায়গায় ভালো বেতনে কাজ পেয়ে যাবেন।
ন্যাশনাল আইডি কার্ডের ফি পেমেন্ট ফরম
ন্যাশনাল আইডি কার্ডের ফি পরিশোধের জন্য ফরমের দরকার হয় যা সোনালী ব্যাংকের শাখায় পাওয়া যাবার কথা থাকলেও তারা দেশের সেবায় ব্যস্থ থাকার কারনে তা দিতে পারে না। তাই দেশের দিকে তাকিয়ে আপনাদের নিজ দায়ীত্বে তা খুজে প্রিন্ট করে নিতে হয়। নিচের লিংকে দেখুন আবেদন ফরমটি ঘাপটি মেরে লুকিয়ে আছে। সেভ করে প্রিন্ট করে নিন।
প্রিন্ট ডাউনলোড করতে না পারলে কমেন্ট করুন। সে ক্ষেত্রে সময় বেশি লাগলেও রেডিমেট ফ্রি সার্ভিস নিয়ে আপনাদের তথা দেশ সেবায় আমি আছি।।
How to fix cell || Cell fixing in xl || Excel Cell fixing
সেল ফিক্স কেন করা হয়? কোন স্যালারী শীটে if ফাংশনে আমরা বেতনের রেঞ্জ বলে লিখে দেই। এমন হয় যে অনেক গুলো বেতনের রেঞ্জ বলে দিতে হয়। ভিডিওতে অল্প কিছু রেঞ্জ দিয়ে স্যালারি শিটটা দেয়া হয়েছে। যদি এমন হয় অনেকগুলো রেঞ্জ দিয়ে স্যালারি শীট করেছেন সব কমপ্লিট। তখনই প্রশাসন থেকে রেঞ্জ চেঞ্জ হয়ে গেল। তখন আপনাকে ফাংশনে ঢুকে একটি একটি করে চেঞ্জ করতে হবে। আর যদি বারবার চেঞ্জ হয় এবং আপনিও বারবার ইডিট করে চেঞ্জ করতে যান তবে ভুল হবার সম্ভাবনা সাথে তো সময় লাগবেই। তাই রেঞ্জ উল্লেখ না করে সেল নির্দিষ্ট করে দিলে আর ফাংশনে ঢুকে ইডিট করার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। তবে যেহেতু সেল আলাদা করে দেয়া হয় এবং পরে ফিল হ্যান্ড করা হয় তাই উক্ত সেল চেঞ্জ হবার সম্ভাবনা থাকে তাই এটিকে ফিক্সড করে দিতে হয়। এটি একবার করার পর ডিসিশন যতবার চেঞ্জ করা হোন না কেন আপনি শুধু উক্ত সেলে লিখবেন সাথে সব সেলে তার পরিবর্তন চলে আসবে। তাছাড়া অন্য কেউ আপনার লেখা সূ্ত্রে ইডিট করতে গেলে ভুল করতে পারে। তাই তাকে আলাদা করে সেল করে দিলেন সেই লিখল আর সহজেই ফলাফল পেয়ে গেল।
কয়েকটি পেপারের বিজ্ঞাপন দেবার যোগাযোগ নাম্বার এবং ইমেইল এড্রেস
বিভিন্ন কাজে পেপারে বিজ্ঞাপন দেবার জন্য নিচের পেপারগুলোর নাম্বারে যোগাযোগ করে বিজ্ঞাপন দিতে পারেন। তবে কল দিয়ে নিশ্চিত হয়ে লেনদেন করবেন।
কালের কন্ঠ 01776-070476 ad@kalerkantho.com বিকাশ: 01766-694696
সমকাল 01911030557 samakalad@gmail.com
ইত্তেফাক 8189971, 7122664 ittefaq.adsection@yahoo.com
বাংলাদেশ প্রতিদিন 8432365
যায়যায়দিন 8870223
আমাদের সময় 8878219, 01764119114
নয়া দিগন্ত 57165261-9, 57165274 mktnd@yahoo.com digantamarketing@gmail.com
The Daily Star 09610222222, 9144330, 58156305 sher.ali@thedailystar.net tdsadvertisement@gmail.com
আলোকিত বাংলাদেশ 9110701, 9123703, 9110853 alokitobdad@gmail.com alokitobd_ad@yahoo.com
What happens if I mail my cv several email addresses at the same time? একই সাথে বিভিন্ন ইমেইলে আমার সিভি পাঠালে তার ফলাফল কি হবে?
What happens if I mail my CV several email addresses at the same time? একই সাথে বিভিন্ন ইমেইলে আমার সিভি পাঠালে তার ফলাফল কি হবে?
ফলাফল খুবই ভয়াবহ। অর্থাৎ আপনি যাদের মেইল করেছেন তারা নিশ্চই ভিন্ন ভিন্ন কোম্পানির কর্মকর্তা। তারা প্রত্যেকেই প্রত্যেককে দেখতে পাবেন। আর তারা জানতে পারবেন আপনি সবাইকে এক সাথে সিভি পাঠিয়েছেন। আর এত জনকে একসাথে মেইল করার জন্য আপনার মেইল তারা ওপেন করবেন তার নিশ্চয়তা খুবই ক্ষীন। একই কোম্পানির বিভিন্ন কর্মকর্তাকে একই মেইল পাঠাতে একসাথে সব মেইল এড্রেস লিখতে পারেন তাতে সমস্যা নেই। এক্ষেত্রে একটি মেইল To তে আর বাকি গুলো সিসিতে দেয়া যে কথা এক সাথে দেয়া একই কথা। তাই চাকুরীর জন্য মেইল করার সময় কোম্পানি আলাদা হলে আলাদা করে মেইল দিন। আর যদি কাউকে সিসি করার নির্দেশ থাকে শুধু তাদের সিসিতে রাখুন।
সনাক্তকরণ চিহ্ন কি..How to find beauty mark, what is face mark
সনাক্তকরণ চিহ্ন কি বিভিন্ন ফরমে সনাক্তকরণ চিহ্ন দিয়ে একটি ফাকা জায়গা থাকে সেখানে কি লিখবেন ভেবে না পেয়ে থাকলে ভিডিওর থাম্বল দেখেই বুঝতে পারছেন সনাক্তকরণ চিহ্ন আসলে কি। এটা যে শুধু মুখেই থাকবে তা নয়। দৃশ্যমান শরীরের যে কোন জায়গায় কোন দাগ থাকলেই তা সনাক্তকরণ চিহ্ন হিসেবে গন্য। তবে এমন কোন দাগের বা তিলের কথা বলবেন না, যা কোন অফিসে বা জনসম্মুখে দেখানো সম্ভব নয়। 😁 শরীরে অনেক দাগের ভিতর জন্মগত দাগ বেশি প্রধান্য পায়। যদি তা না থাকে তবে কোন দূর্ঘটনায় প্রাপ্ত দাগকে সনাক্তকরণ চিহ্ন হিসেবে ব্যবহার করা যাবে।
Subscribe to:
Posts (Atom)
-
যে কোন কিছুর জলছাপ তৈরী করার জন্য সেটি মাইক্রোসফট ওয়ার্ডের ওটারমার্ক অপশন ব্যবহার করে তৈরী করা যায়। তবে কোন কাস্টমাইজ বা নিজের ইচ্ছা অ...
-
শর্ট হ্যান্ড এর পরিচিতি এবং এর সহজ শিক্ষন পদ্ধতি বিস্তারিক জানতে নিচের লিংকে দেখুন শর্টহ্যান্ড পরিচিতি এবং Practices Video Link ...
-
YouTube YouTube ইংরেজিতে শর্টহ্যান্ড প্রাকটিস দেখুন ইউটিউবে যেখানে ইংরেজি বর্ণমালার সকল বর্ণ রয়েছে English Sentence Shorth...