Search This Blog

Birth Certificate Watermark PNG BD জন্মনিবন্ধনের জলছাপ

যে কোন কিছুর জলছাপ তৈরী করার জন্য সেটি মাইক্রোসফট ওয়ার্ডের ওটারমার্ক অপশন ব্যবহার করে তৈরী করা যায়। তবে কোন কাস্টমাইজ বা নিজের ইচ্ছা অনুযায়ী কোন সেপ ব্যবহার করতে ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। তবে ওয়ার্ডের সেপ অপশন ব্যবহার করে কিছু বলতে অনেক ডিজান করা গেলেও ইলাস্ট্রেটর ব্যবহার করে যে কোন সেপ বা লোগোর ডিজাইন করতে পারবেন। এবং তা মাইক্রোসফট ওয়ার্ডের ওটারমার্ক ব্যবহার না করে শুধু অপসিসিট কমিয়ে শুধু ইনসাট ফটো ব্যবহার করে সেটি ব্যবহার করতে পারবেন। মোট কথা ইচ্ছামত কাজ করতে আপনাকে কিছু কিছু সফটওয়ারের ব্যবহার জানতেই হবে। আর সমস্যা হলে জাস্ট কমেন্ট করুন আমি সমাধানের চেষ্টা করব।

PNG ফরমেটের ছবি এবং ব্যাকগ্রাউন্ড রিমোভ করা তাই অনেক পিসিতে পুরো কালো দেখাতে পারে। তাই পিকাসা ফটো ভিউয়ার ব্যবহার করে দেখুন।

কিভাবে তৈরী করেছি তার ধারণা ইউটিউব থেকে পাবেন।








No comments:

realme Buds Free Earphone