Search This Blog

Early to bed and early to rise Makes a man healthy, wealthy and wise.


Early to bed and early to rise
Makes a man healthy, wealthy and wise.

অনেক পড়ছি, তার মানে কি এই যে যারা সকালে উঠে তারা সবাই এমন হয়? তাহলে তো পেপার বয় আর গোয়ালার কাজ যারা করে তার সবাই সম্পদ, স্বাস্থ আর বুদ্ধিমান হত।
আসলে আমাদের সকালে ঘুম থেকে উঠতে হবে দুশ্চিতামুক্ত হয়ে আর দিনের কাজ শুরু করতে হবে নিচের যে কোন একটি বা একাধিক কাজ দিয়ে।
Silence = নীরবতা (কিছুক্ষন নিরবে থাকা)
Affirmation = কথন (কিছু করার জন্য শপথ করা যেমন আমরা স্কুলে করতাম)
Visualization = কল্পনা (নিজের ভালো কাজ গুলো স্মরণ করা)
Exercise = ব্যায়াম (হালকা ব্যায়াম করা, পারলে ভারি ব্যায়াম করাও যাবে)
Reading = পড়া (যে কোন বই বা পেপার পড়া)
Scribing = লেখা (নিজে কিছু লেখা, ছোট হক বা বড়)

ড্রাইভিং লাইসেন্স যাচাই How can I verify/check a Driving License

মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এর সঠিকতা যাচাই করা যায়। আপনার মোবাইলের মেসেজ আপশনে গিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য DL <space> V <space> Driving License Number লিখে 26969 নম্বরে মেসেজ পাঠিয়ে দিলেই ২-৫ মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর তথ্য পেয়ে যাবেন । বর্তমানে শুধু মাত্র স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স যাচাই করা যাবে ।
উদাহরণ DL V 123456AB7890

ব্লোগের কমেন্ট নোটিফিকেশন আমার কাছে পৌছায় না, তাই ইউটিউবে কমেন্ট করুন।

ভিডিও দেখতে ড্রাইভিং How to verify/check Driving License || ড্রাইভিং লাইসেন্স যাচাই/ চেক করুন লিংকে ক্লিক করুন।।
নিচের ছবির মত করে ম্যাসেজ পাঠাবেন।

ম্যাসেজের রিপ্লাইতে ড্রাইভিং লাইসেন্স এর ব্যবহারকারীর নাম, জন্ম তারিখ, ড্রািইভিং লাইসেন্সের ধরন, ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট পেয়ে যাবেন।


যে কোন নাম্বার থেকে ম্যাসেজ পাঠানো যাবে, তবে কোন সমস্যা হলে ইউটিউবে কমেন্ট করুন।


No Title

তুমি আমার এত কাছে তবুও তোমাকে মনের কথাগুলো বলতে পারছিনা। বলতে পারছিনা কি পরিমাণ অনুভব করি তোমাকে। যে বিশেষ দিনগুলো সবাই উদযাপন করে একটু আবেগ, আনন্দ আর কিছু আয়োজন নিয়ে আমি শুধু ভেবেই যাই তোমাকেও সেখানে মধ্যমনি করে রাখতে।
আমার কোন আর্থিক সমস্যা নেই, নেই কোন বাধা তবুও বলতে পারিনা কিছু করতেও পারিনা। সেদিন সবার সামনে বাজি ধরে ঠান্ডায় সাতার কেটেছিলাম; যখন সবাই আমাকে পাগল ভাবছিলো, তখন ভেবেছিলাম বলে দিবো সব কথা আর যে কাজটা ওই বিশেষ ‍দিনে করার কথা ছিলো সেটার সাথে।
সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে আমিও তোমার থেকে দুরে চলে যাচ্ছি। কিন্তু এমনটা হবার কথা না, আমাদের যে সম্পর্ক তা তো কোন সময় মানে না, না এর আছে কোন মেয়াদ কখন শুরু হয়েছিলো তাও কেউ জানেনা কিছুটা জানো তাও একমাত্র তুমি।

মানিব্যাগ


ছোট একটা মানিব্যাগ, ছোট বলতে ছোটরা যে মানিব্যাগ ব্যবহার করে সেগুলো। ক্লাস এইটে পড়া অবস্থায় শিশু থাকলেও যথেস্ট বড় হবার পরেও আমার মানিব্যাগ ছিলো না(মানি থাকে না, তার উপর ব্যাগ)। এই নিয়ে কোন আপসোস আমার না থাকলেও আমার ক্লাসের কিছু স্মার্ট বন্ধুরের ছিলো। আমার কাছে মানিব্যাগ বোঝা লাগত তা ছাড়া কিছু টাকা রাখার জন্য মানিব্যাগের কি দরকার!!
দুপুর বেলা হঠাৎ একটা পরিচিত মুখ Md Motin Motin fb.com/mdmotin.motin.52090 চিনতে পারলাম, দুপুরে খাবারের পর আমাদের পুকুর পাড়ের মাঠে., তারো একই সমস্যা ’’তোর মানিব্যাগ নাই’’
না কেন?
’’আচ্ছা আমারটা রাখ’’
মানে!
’’আমি আরেকটা কিনমু এইটা তুই রাখ’’
ছোট একটা মানিব্যাগ থেকে সে একব্যাগ কাগজ আর কিছু টাকা বের করে আমাকে তার মানেব্যাগ হস্তান্তর করলো।
যেহেতু মানেব্যাগ আমার কাছে বোঝা লাগে তাই তা বাসায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতো, একদিন মানিব্যাগটাকে চিনতেই পারলাম না, কারন ময়লায় বোঝাই যায় না সেটা মানিব্যাগ। সার্প এক্সেল দিয়ে ধুয়ে রোদে শুখালাম তার পর কিছুদিন ব্যবহার করতে করতে অভ্যস্ত হযে গেলাম যদিও তারা সবাই বলে এতো ছোট মানিব্যাগ!!!
ক্লাস এইটে পাওয়া মানিব্যাগ যেদিন থেকে ব্যবহার করছি কত জনের কাছে শুনেছি ‘’ এত ছোট মানিব্যাগ!’’
:(
সেদিন বাসায় এসে সব পকেট থেকে বের করলেও মানিব্যাগটা বের করতে না পেরে ভাবলাম হয়ত ভুল করে নেইনি, কিন্তু তা আসলে অন্যের হাতে চলে গেছে। ১৪ বছর কিভাবে চলে গেল..

হাসপাতাল মর্গের সামনে কিছুক্ষণ

যখন এখানে এসেছিলাম আমার সাথে অল্প কয়েকজন ছিলো তারা বলছিলো কিছু হবে না, কিন্তু তারা এখন আমাকে এখান থেকে নিয়ে যেতে অনেকেই এসেছে আর একটা খুব পরিচিত দোয়া পাঠ করছে। অনেকেই কান্নায় ভেঙ্গে যাচ্ছে, তাদের কন্ঠস্বর চেনা যাচ্ছে কিন্ত কে বা কারা মনে করতে পারছিনা, বলতে পাছিনা তোমরা থাম আমার কেমন যেন লাগছে দয়া করে চুপ থাকেবে।। 
আমার অনেক ঘুম পাচ্ছে কিন্ত এত কোলাহলের মাঝে ঘুমাই কি করে! আমাকে আবার সে রকম একটা গাড়িতে নেয়া হল, আসার সময় আমি গাড়িতে উঠেছিলাম কিন্ত এবার আমাকে বেশ কয়েকজন খুবই যত্ন সহকারে গাড়ীতে ওঠালো। সেবার আমি বসে ছিলাম এবার বসতে পারছিনা কিছু বলতেও পারছিনা।
তারা সবাই নিজেরা নিজেরা কথা বলছে আমার সাথে কেউ কথা বলছে না কেন! কিছুদিন আগেও সবাই আগে আমার সাথে কথা বলত!
খুবইঠান্ডা লাগছিলো সারা শরিরে কাপড় দিয়ে ঢাকার কারনে ঠান্ডা লাগছেনা তবে পায়ের দিকে কোন সেন্স পাচ্ছিলাম না, আসলে পুরো শরিরের কোথাও আমার নিয়ন্ত্রন নেই শুধু শুনতে পাচ্ছি যা ক্রমেই কমে আসছে আর ভাবতে পাচ্ছি ভাবনা গুলোও কেমন যেন হারিয়ে যাচ্ছে, আর আমি হারিয়ে যাচ্ছি কোন এক অজানায়।

সদরঘাট বনাম এয়ারপোর্ট


দুটি ছবির মধ্যে তফাৎ খুজলে আপনি অবশ্যই বলবেন ’’কোথায় আগরতলা, কোথায় চৈকির তলা।’’ সদরঘাট আমরা অনেকেই গিয়েছি অনেকে অনেক কষ্টে লঞ্চে আসা যাওয়া করেন কিন্তু কোন সময় আপনার লাগেজ(গাট্টি) পেতে দেরি হয়েছে বা হারিয়ে গিয়েছিল? যদিও হারায় তা নিজের অসচেতনতার কারনে।
আর বিমানে অনেকেই যান নাই তারাও জানেন লাগেজ পেতে কত হয়রানি, শত নিরাপত্তার পরেও লাগেজ গায়েব।
ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরেও লাগেজের খবর নাই। (লঞ্চে এই ঝামেলা একেবারেই শূন্য)
তাই যারা লঞ্চে আসা যাওয়া করেন তারা বিমানে একবার আসলেই বুঝবেন কোনটা আগরতলা কোনটা....।

How to Do A Professional Driving License from BRTA বিআরটিএ থেকে কিভাবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হয়

স্বাগতম,
 যে কোন ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে প্রথমে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এখানে শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর বিবরন দেয়া হল। যদিও শুধুমাত্র, অন্যান্যরা এটা দেখলে সহজেই সব কাজ করতে পারবেন।।
১. পথমেই আপনাকে শিক্ষানবিস ড্রইভিং লাইসেন্স এর জন্য আবেদন ফরম ডাউনলোড করার জন্য বিআরটিএ এর ওয়েব সাইটে (www.brta.gov.bd) যেতে হবে।
         
হোম পেজ
                     

২. এখানে থেকে নিচের চিত্র অনুযায়ী আপনাকে চিহ্নিত স্থানে মাউস আনুন, মাউস আনার পর সেখান থেকে ড্রপ ডাউন মেনু আসবে
৩. ড্রপডাউন মেনু থেকে  ড্রাইভিং লাইসেন্স এ ক্লিক করুন।
৪. ড্রাইভিং লাইসেন্স এ ক্লিক করার পর নিচের মত একটা পেজ আসবে, সেখান থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য নির্ধারিত জায়গায় ক্লিক করুন ফরম ডাউনলোড করার জন্য
এখান থেকে শিক্ষানবিশ আর পেশাদার ড্রাইভিং লাইসন্সে ফরম ডাউনলোড করবেন
৫. ফাইলটি অটো ডাউনলোড হতে পারে বা নিচের মত করে অপেন হতে পারে, নিচের মত  অপেন হলে নির্দেশিত স্থানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৬. ডাউনলোড কোথায় করবেন তা নির্দেশ করার জন্য নিচের মত একটা নতুন উইন্ডোজ অপেন হবে, সেখানে  সেভ করলেই আপনার কাজ শেষ।
ফরম তো ডাউনলোড করলেন এখন কিভাবে পূরণ করবেন তা ভিডিও টিউটোরিয়ালে দেয়া হল।



রিকশাওয়ালার মা

(খুবই ক্লান্ত দেখাচ্ছিল তাকে তাই বললাম)
:: আপনার মনে হয় অটো চালালে ভালো হতো,
:  হ, আমার সবই ছিলো, এখন মা ছাড়া কিছুই ভাবতে পারতাছিনা।
:: মানে?! আপনার মা কোথায়?
: ঢাকা মেডিকেলে, শ্বাস নেয়া বন্ধ হয়ে যাচ্ছিলো, যাই, ক্ষুধা লাগছে অনেক, সেই সকালে খাইছি।
মা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, মারে দেইখা রাইখেন (যেতে যেতে বলছিলো রিকশা চালক)

Police Verification for Professional Driving License পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন



খুবই সহজ এবং নির্ভেজাল! একটা কাজ এটা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, এর জন্য
১. প্রথমেই BRTA অফিস থেকে খতিয়ান নাম্বার নিবেন,
২. তারা আপনার ভেরিফিকেশন কাগজে খতিয়ান নাম্বার,
৩. সীল দিবে,
ফরম পুরন করতে ৭.৫৮ মিনিটের পর থেকে দেখুন
৪. ফরমে তিনটি ছবি লাগাতে হবে,
৫. ছবি সহ সীল করে দিবে, তা নিয়ে আপনি আপনার স্থায়ী ঠিকানার এসপি অফিসে চলে যাবেন। সেখানের কর্তব্যরত পুলিশ আপনাকে বলে দিবে কিভাবে কি কাজ করতে হবে।
আপনার না বুঝলেও চলবে, কারন তারা যা বলবে সেভাবে কাজ করলে আপনি ভেরিফিকেশন করতে মাস খানেক সময় লাগবে, তাই তাকে বলুন, “শর্ট টাইমে কিভাবে করা যাবে।” (শর্ট টাইমের কথা আগেই বলবেন না)
শর্ট টাইমে যেহেতু বলে ফেলছেন তারা সরাসরি খরচ!! প্রসঙ্গে চলে আসবে। আনুমানিক হাজার দেড় দুই লাগতে পারে। হাসি মুখে দিয়ে দিন আর তারা তিন জনের নাম, পিতার নাম ও মোবাইল নাম্বার চাইবে, দিয়ে দিন, আসার সময় তার মোবাইল নাম্বার নিয়ে আসুন(সেই দিবে)।
আশা করা যায় ২ কর্মদিবসের মধ্যে আপনার কাজ হয়ে যাবে।



Tag বা ট্যাগ কি এবং কেন?

Tag বা ট্যাগ কি এবং কেন?
যদি আমি তোমার সাথে ছবি তুলি বা ছবিতে আমি নেই কিন্তু আশেপাশে আছি এমন হলে Tag করা যায়।
আবার কোন ইম্পর্টেন্ট নিউজ হলে বন্ধুকে সরাসরি জানানোর জন্য ট্যাগ করা যাবে।

শুধু শুধু ট্যাগ কারার কোন মানে হয় না, যেমন তুমি কোথাও একা বেড়াতে গেলা বাসায় এসে মা কে বললা তোমারা!! বেড়াতে গিয়েছিলা, ছবিতে শুধু তোমার সেল্ফি আর কেউ নাই, তোমার মা বলবে, “তোর আর বন্ধুরা কই।”

ভুল সংশোধন

আমরা নিজেদের/নিজের ভুলগুলো না দেখে অপরেরটা দেখি, নিজেদের না শুধরাতে বলে অন্যকে শুধরাতে বলি। নিজেদের কেউ ভুলগুলো নিয়ে কথা বললে তাকে আমরা তার ভুল সংশোধন করতে বলে কিন্তু নিজেরটা ঢাকাই থেকে যায়। নিজেদের ভুলগুলো সবসময় আড়াল করে রাখতে চাই, ধামা চাপা দিয়ে রাখতে চাই, কখনই শুধরাতে চাইনা কেন?

বিভক্তি

বড়ই আশ্চর্যের বিষয়, বিভক্তি নিজে কোন শব্দের সাথে যোগ হয়, যোগ হয়ে সাথের আরেকটা শব্দের সাথে অর্থপূর্ন বাক্য গঠন করে। কিন্তু বিভক্তি নামের অর্থ Split বা ভাগ করা!! কেন??

বাজেট ও ঘাটতি বাজেট

আমার সোনার বাংলা,
সোনায় সোনায় ভরে যাচ্ছে দেশ, যেমন উৎপাদন! হচ্ছে তেমন আমদানিও!! হচ্ছে।
মাননীয় অর্থমন্ত্রীর ঘাটতি বাজেট সমস্যার সমাধান আমজনতার পকেট না হয়ে সোনার পাহাড় হতে পারে।

অন্যকে হতাশায় ডুবিয়ো না

হতাশায় ডুবে থকলেও সবাইকে দেখানো হয় প্রচুর আশাবাদী, নিজে হতাশায় ডুবলেও আশার আলো ছড়িয়ে দেই সবার মাঝে। যেমনটি আলো দিয়েছিলো অন্ধলোকটি অন্য সকলকে।

পাপ কর (ক্ষতিকর দ্রব্যসামগ্রীর উপর যে কর/Tax আরোপ করা হয়)

এবার নিশ্চিত যে আমি কোন পাপ করি নাই। কিভাবে বুঝলাম, কারন আমার কোন ব্যাংক একাউন্ট নাই, তার মানে ব্যাংকে টাকাও নাই। স্বভাবতই আমাকে আবগারি শুল্ক দিতে হবে না। ব্যাংকে টাকা রাখলেই পাপ হবে এবং এই পাপের সাজা আবগারি শুল্ক।
কোন কাজ বা উৎপাদন দ্বারা সমাজের ক্ষতি হলে সরকার গ্রাহকদের উক্ত পন্য ক্রয়ে নিরুৎসাহি করার জন্য আবগারি শুল্ক আরোপ করে। ‘চঞ্চল টাকা অঞ্চলে (আঁচলে) রেখো না’ মানে আপনার টাকা ব্যাংকে রাখলে অন্যের কাজে আসবে, এতে অর্থমন্ত্রী ক্ষতির কি দেখলেন যে আবগারি শুল্ক দিয়ে বসলেন!

ইফতারের পর পাবলিক প্লেসে যাবেন না কেন?

ইফতারের পর ধুমপায়ী ব্যাক্তিরা ধুমপান করার জন্য পাগল হয়ে যান। যেখানেই সুযোগ পান সেখানের পরিবেশকে ধুমায়ীত করতে থাকেন। আর ধুমায়ীত করার জন্য পাবলিক প্লেস হল জনপ্রিয় স্থান। যেখানে ধুমপানের জন্য সাজা ও জরিমানা থাকলেও যারা এর দায়িত্বে থাকেন তারাও ধুমায়ীত করার মত মহৎ(!) কাজে লেগে যান।
তাই অধুমপায়ীরা সাবধানে থাকবেন, আলচ্য স্থান এড়িয়ে চলবেন।

সরু মিয়ার সরু রোড


মোটর সাইকেল

হাইস্পিডে মটরসাইকেল চালালে সবাই আপনার দিকে তাকিয়ে থাকে একটি দুর্ঘটনার সাক্ষি হয়ে থাকার জন্য, আপনাকে তারা হিরো ভাবে না। ভাবে বোকাটা হাসপাতালের মর্গে যাবার জন্য কতটা পাগল হয়ে গেছে।

পেনড্রাইভ বিড়ম্বনা

কম দামি পেনড্রাইভ কিনতে গিয়ে মোটামুটি  ভালো দামের একটা পেনড্রাইভ কিনে আনলাম। দেখতে সুন্দর তাই যত্নে রাখতাম। কিন্তু তা হারিয়ে গেল, ফিরেও পেলাম।

প্রথমবার হারালো কলিগের বাসায়; তার পিসিতে প্লাগইন করে চলে আসছিলাম। কলিগ জানেও না তার পিসিতে আমার পেনড্রাইভ। পরের দিন তার বাসায় গিয়ে দেখি তা বহাল তবিয়েতে সেখানেই আছে।

দ্বিতীয় বার আরেক কলিগের বাসায় ফেলে আসলাম। সে ফোনে জানালো এবং অফিসে এসে দিয়ে দিলো।

এবার পেনড্রাইভে দড়ি লাগালাম, মানে চাবির সাথে এ্যড করলাম। সেদিনই চাবি সহ পেনড্রাইভ অফিসে রেখে আগেই চলে আসছিলাম; পরে বস ফোন করে জানালো তার কাছে চাবি ও পেনড্রাইভ। সে দিন বৃহস্পতিবার, চাবি হাতে পেলাম রবিবার।

এরপর বহুদিন চাবি হারায়নি.....

সেদিন অফিসের একটা পেনড্রাইভও খুজে পাওয়া যাচ্ছিল না, চাবি থেকে পেনড্রাইভ খুলে স্যারকে দিলাম। আপাতত কাজে লাগান। সেটাই কাল হল আমার জন্য। চাবি দিলাম মঙ্গলবার, বৃহস্পতিবার স্যার ছুটিতে থাকার কারনে আমার ধন পরহস্তে থাকলো। রবিবার স্যার আসলেও পেনড্রাইভ আনতে ভুলে গেছেন তিনি। মঙ্গলবার দেখা করে জানতে পারলাম সোমবার তিনি ট্রেনে কিছু কাগজপত্র সহ আমার পেনড্রাইভ হারিয়ে ফেলেছেন। স্যাড,, কার কাছে আছে কে জানে।

নতুন পেনড্রাইভ খুজতেছি দামে মিলছেনা, কমদামী পেনড্রাইভ খুজলাম পেলাম কিন্তু বাজেটের উপর। ভাবলাম পরে কিনে নিব। আজ স্যার বলছে,” শাহাদাত তোমার পেনড্রাভ পাওয়া গেছে, ভদ্রলোক সময় পাননি তাই কল দিতে দেরি করেছেন।”

নেতৃত্ব

একজন আমজনতার থেকে উঠে আসতে পারলে তাকে মহাসাগরে পরতে হয়। তার চেয়ে ক্ষমতাধররা তাকে কিনে নেবার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে থাকে। নব্য  নেতা দেশের চিন্তা বাদ দিয়ে বর্তমান বিপদ নিয়ে ভাবতে থাকে। ভালো মন্দ সে সবই বোঝে, কিন্তু স্রোতের প্রতিকূলে কয়েকজন মাত্র চলতে পারে।

realme Buds Free Earphone