Search This Blog

Police Verification for Professional Driving License পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন



খুবই সহজ এবং নির্ভেজাল! একটা কাজ এটা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, এর জন্য
১. প্রথমেই BRTA অফিস থেকে খতিয়ান নাম্বার নিবেন,
২. তারা আপনার ভেরিফিকেশন কাগজে খতিয়ান নাম্বার,
৩. সীল দিবে,
ফরম পুরন করতে ৭.৫৮ মিনিটের পর থেকে দেখুন
৪. ফরমে তিনটি ছবি লাগাতে হবে,
৫. ছবি সহ সীল করে দিবে, তা নিয়ে আপনি আপনার স্থায়ী ঠিকানার এসপি অফিসে চলে যাবেন। সেখানের কর্তব্যরত পুলিশ আপনাকে বলে দিবে কিভাবে কি কাজ করতে হবে।
আপনার না বুঝলেও চলবে, কারন তারা যা বলবে সেভাবে কাজ করলে আপনি ভেরিফিকেশন করতে মাস খানেক সময় লাগবে, তাই তাকে বলুন, “শর্ট টাইমে কিভাবে করা যাবে।” (শর্ট টাইমের কথা আগেই বলবেন না)
শর্ট টাইমে যেহেতু বলে ফেলছেন তারা সরাসরি খরচ!! প্রসঙ্গে চলে আসবে। আনুমানিক হাজার দেড় দুই লাগতে পারে। হাসি মুখে দিয়ে দিন আর তারা তিন জনের নাম, পিতার নাম ও মোবাইল নাম্বার চাইবে, দিয়ে দিন, আসার সময় তার মোবাইল নাম্বার নিয়ে আসুন(সেই দিবে)।
আশা করা যায় ২ কর্মদিবসের মধ্যে আপনার কাজ হয়ে যাবে।



6 comments:

Unknown said...

ভাল কিনতু টাকা দিতে হবে কেনো ?

firoz alam said...

আসসালামুল্লাহমুলাইকুম। যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তারা কি তাদের বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে ভেরিফিকেশন করলে হবে।

jamal said...

amar non professional driving licence ase, ekhon professional korte chai, ami ki korbo...?

jamal said...

amar non professional driving licence ase, ekhon professional korte chai, ami ki korbo...?

Unknown said...

ভাই অপেশাদারদের জন্যকি ভেরিফিকেশন লাগবে।

Anonymous said...

না।

realme Buds Free Earphone