Search This Blog

মামি আইলো লাঠি নিয়া পালাই পালাই এর ব্যাখ্যা

তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা দিলো দুধভাত হাত ডুবিয়ে খাই!! মামি আইলো লাঠি নিয়া পালাই পালাই :(

 

আসুন উপরোক্ত অনেক পুরাতন বাক্যটির ব্যাখ্যা করা যাক। আমারা অনেকেই মুখে মুখে বলি “মামা বাড়ির আবদার পাইছো” এ কথার মাধ্যমেই বোঝা যায় যে মামার কাছে যা চাওয়া হোক না কেন সে একটা ব্যাবস্থা করবেই। তার মানে যখন কোন ব্যাক্তি কোন কথা বা আবদার কারো কাছে উপস্থাপন করতে পারেনা তখন তারা তাদের মামার কাছে তা জানায় বর্তমান ভাষায় মামার কাছে তারা শেয়ার করে। মামারা হলো তাদের ভাগিনার/ভাগিনি কাছে অনেক কাছের  একজন। এবং ভাগিনারা মামার কাছে অতি আদরের হয়ে থাকে। এক্ষেত্রে কোন ভাবে যদি কোন মামা তার ভাগিনার কাছে বা ভাগিনা তার মামার কাছে বেদনার কারণ হয়ে তবে সে মামা/ভাগিনার মত অভাগা আর কেউ নাই, আর এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে মামিদের প্রতি সকল ভাগিনারা আলচ্য বাক্যের মত হয়ে থাকে। মামিদের সম্পর্কে কিছু লিখতে পারবনা যদি মামি দেখে তাহলে আমি শ্যাষ। যাই হোক, আমার ব্যাখ্যা এখানেই শেষ।

No comments:

realme Buds Free Earphone