Search This Blog

ইফতারের পর পাবলিক প্লেসে যাবেন না কেন?

ইফতারের পর ধুমপায়ী ব্যাক্তিরা ধুমপান করার জন্য পাগল হয়ে যান। যেখানেই সুযোগ পান সেখানের পরিবেশকে ধুমায়ীত করতে থাকেন। আর ধুমায়ীত করার জন্য পাবলিক প্লেস হল জনপ্রিয় স্থান। যেখানে ধুমপানের জন্য সাজা ও জরিমানা থাকলেও যারা এর দায়িত্বে থাকেন তারাও ধুমায়ীত করার মত মহৎ(!) কাজে লেগে যান।
তাই অধুমপায়ীরা সাবধানে থাকবেন, আলচ্য স্থান এড়িয়ে চলবেন।

সরু মিয়ার সরু রোড


মোটর সাইকেল

হাইস্পিডে মটরসাইকেল চালালে সবাই আপনার দিকে তাকিয়ে থাকে একটি দুর্ঘটনার সাক্ষি হয়ে থাকার জন্য, আপনাকে তারা হিরো ভাবে না। ভাবে বোকাটা হাসপাতালের মর্গে যাবার জন্য কতটা পাগল হয়ে গেছে।

পেনড্রাইভ বিড়ম্বনা

কম দামি পেনড্রাইভ কিনতে গিয়ে মোটামুটি  ভালো দামের একটা পেনড্রাইভ কিনে আনলাম। দেখতে সুন্দর তাই যত্নে রাখতাম। কিন্তু তা হারিয়ে গেল, ফিরেও পেলাম।

প্রথমবার হারালো কলিগের বাসায়; তার পিসিতে প্লাগইন করে চলে আসছিলাম। কলিগ জানেও না তার পিসিতে আমার পেনড্রাইভ। পরের দিন তার বাসায় গিয়ে দেখি তা বহাল তবিয়েতে সেখানেই আছে।

দ্বিতীয় বার আরেক কলিগের বাসায় ফেলে আসলাম। সে ফোনে জানালো এবং অফিসে এসে দিয়ে দিলো।

এবার পেনড্রাইভে দড়ি লাগালাম, মানে চাবির সাথে এ্যড করলাম। সেদিনই চাবি সহ পেনড্রাইভ অফিসে রেখে আগেই চলে আসছিলাম; পরে বস ফোন করে জানালো তার কাছে চাবি ও পেনড্রাইভ। সে দিন বৃহস্পতিবার, চাবি হাতে পেলাম রবিবার।

এরপর বহুদিন চাবি হারায়নি.....

সেদিন অফিসের একটা পেনড্রাইভও খুজে পাওয়া যাচ্ছিল না, চাবি থেকে পেনড্রাইভ খুলে স্যারকে দিলাম। আপাতত কাজে লাগান। সেটাই কাল হল আমার জন্য। চাবি দিলাম মঙ্গলবার, বৃহস্পতিবার স্যার ছুটিতে থাকার কারনে আমার ধন পরহস্তে থাকলো। রবিবার স্যার আসলেও পেনড্রাইভ আনতে ভুলে গেছেন তিনি। মঙ্গলবার দেখা করে জানতে পারলাম সোমবার তিনি ট্রেনে কিছু কাগজপত্র সহ আমার পেনড্রাইভ হারিয়ে ফেলেছেন। স্যাড,, কার কাছে আছে কে জানে।

নতুন পেনড্রাইভ খুজতেছি দামে মিলছেনা, কমদামী পেনড্রাইভ খুজলাম পেলাম কিন্তু বাজেটের উপর। ভাবলাম পরে কিনে নিব। আজ স্যার বলছে,” শাহাদাত তোমার পেনড্রাভ পাওয়া গেছে, ভদ্রলোক সময় পাননি তাই কল দিতে দেরি করেছেন।”

নেতৃত্ব

একজন আমজনতার থেকে উঠে আসতে পারলে তাকে মহাসাগরে পরতে হয়। তার চেয়ে ক্ষমতাধররা তাকে কিনে নেবার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে থাকে। নব্য  নেতা দেশের চিন্তা বাদ দিয়ে বর্তমান বিপদ নিয়ে ভাবতে থাকে। ভালো মন্দ সে সবই বোঝে, কিন্তু স্রোতের প্রতিকূলে কয়েকজন মাত্র চলতে পারে।

realme Buds Free Earphone