Search This Blog

নাম সংশোধনে নমুনা নোটারী


বরাবর বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, ঢাকা।
নাম পরিবর্তনের হলফনামা
১। আমি (পিতা/ মাতা/অভিবাবকের সঠিক নাম) আমার সন্তানের নাম (সঠিক নাম) তার জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স ও মাস্টার্স এর সকল প্রবেশ পত্র, নম্বর পত্র, রেজিস্ট্রেশন কার্ড ও সনদে আমার নাম, আমার সন্তানের নাম ও আমার স্ত্রীর নাম ভুল রয়েছে।
আমার সন্তানের জে.এস.সি এর বোর্ড ঢাকা, যাহার রোল নং 999999, রেজিস্ট্রেশন নং 888888, এস.এস.সি এর বোর্ড চট্রগ্রাম যাহার রোল নং 777777, রেজি নং 666666, এইচ.এস.সি এর বোর্ড রাজশাহী যাহার রোল নং 55555, রেজিস্ট্রেশন নং 444444 ......

২। তার সার্টিফিকেট সহ সকল সনদে আমার নাম (ভুল নাম ইংরেজিতে) এর পরিবর্তে হবে (বাংলা ও ইংরেজিতে সঠিক বানানে পিতার নাম), স্ত্রীর নাম (মাতার ভুল নাম ইংরেজিতে) এর স্থলে হবে (বাংলা ও ইংরেজিতে সঠিক বানানে মাতার নাম) এবং ছেলে নাম (ছেলের ভুল নাম ইংরেজিতে) এর পরিবর্তে হবে (ছেলের সঠিক নাম বাংলায় এবং ইংরেজিতে) হবে

৩। যেহেতু আমার নাম, আমার ছেলের নাম ও তার মাতার নাম ভুলবশতঃ লেখা হয়েছে। তাই অত্র ভুলনাম কর্তন করে সর্বক্ষেত্রে সঠিক নাম লেখার জন্য অত্র হলফনামার মাধ্যমে সংশোধন করিলাম।

উপরোক্ত যাবতীয় বিবরণ পড়িয়া মর্ম অবগত হইয়া সেচ্ছায় স্ব-জ্ঞানে অত্র হলফনামায় স্বাক্ষর প্রদান করিলাম।

পিতা/মাতা/অভিবাবকের স্বাক্ষর
হলফকারী

হলফকারী পরিতি আমার সম্মুখে স্বাক্ষর প্রদান করিয়াছে। আমি তাহাকে সনাক্ত করিলাম।
আইনজীবির স্বাক্ষর ও সীল



100 টাকার দুটি স্টাম্পে লিখতে হবে

জলাশয় ভরায়

জ্বী জনাবদের দেশে জনাবরা নিজেদের উন্নয়নের জন্য গাছকে জঙ্গল মনে করে কেটে ফেললো এবং শহর স্থাপন করলো। কিছুদিন বাদে পরিবেশ বিপর্যয় হলে তারা আরো জঙ্গল পরিস্কার করে ধর্ম পালনে মন দিলো শুধু কি তাই তারা পানির সমস্যা সমাধানের জন্য পুকুর নদী ভরট করে শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠান স্থাপন করলো এবং সৃষ্টিকর্তা যেন অসন্তুষ্ট না হন তার জন্য জলাশয় ভরাট করে প্রার্থনালয় স্থাপন করল।
এর পর..
সৃষ্টিকর্তা সৃষ্টিদের আহ্বান শুনে তাদের উষ্ণ আবহাওয়াকে শীতল করার জন্য রহমতের বর্ষণ করলো। কিন্তু তারা তা ধরে রাখার জায়গা না রাখার কারনে তা অভিশাপ রুপে দেখা দিল। কিন্তু প্রার্থনাকারীরা বুঝতেই পারলো না তারা কি ভুল করেছে।।

জলাশয় ভরায়

জ্বী জনাবদের দেশে জনাবরা নিজেদের উন্নয়নের জন্য গাছকে জঙ্গল মনে করে কেটে ফেললো এবং শহর স্থাপন করলো। কিছুদিন বাদে পরিবেশ বিপর্যয় হলে তারা আরো জঙ্গল পরিস্কার করে ধর্ম পালনে মন দিলো শুধু কি তাই তারা পানির সমস্যা সমাধানের জন্য পুকুর নদী ভরট করে শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠান স্থাপন করলো এবং সৃষ্টিকর্তা যেন অসন্তুষ্ট না হন তার জন্য জলাশয় ভরাট করে প্রার্থনালয় স্থাপন করল।
এর পর..
সৃষ্টিকর্তা সৃষ্টিদের আহ্বান শুনে তাদের উষ্ণ আবহাওয়াকে শীতল করার জন্য রহমতের বর্ষণ করলো। কিন্তু তারা তা ধরে রাখার জায়গা না রাখার কারনে তা অভিশাপ রুপে দেখা দিল। কিন্তু প্রার্থনাকারীরা বুঝতেই পারলো না তারা কি ভুল করেছে।।

realme Buds Free Earphone