Search This Blog

ব্যার্থতা

প্রায় সকলের কাজ আমি সাচ্ছন্দে সাদরে বলতে গেলে আগ্রহ নিয়ে করি। আমি চাই কেউ আমাকে বলুক ভাই একটু হেল্প করতে পারবেন। আমার বুক ভেঙ্গে যায় যদি হেল্পটা না করতে পারি।
কিন্তু আমি কাউকে কেন বলতে পারিনা ভাই হেল্প মি আই এম ইন ডেঞ্জার।

আব্দুস সাত্তার গাড়িতে বিশ্বভ্রমনকারি প্রথম বাংলাদেশী নাগরিক।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সাহেবের সাথে দেখা হল।
প্রথম দেখাতে ভেবেছিলাম ফটোগ্রাফারের সহকারি। কারন, তিনি অনেক ক্লান্ত মনে হল। যিনি সারা পৃথিবী গাড়ীতে ভ্রমন করবেন তিনি ক্লান্ত! আমি আসলে ভুল করেছি, আমি তার সম্পর্কে যা ভাবছিলাম তা পুরটাই ভুল।
কানাডা প্রবাসী এই মুক্তিযোদ্ধা বাংলাদেশে এসেছেন ২০১০ সালে। তার গাড়ি আটকে দিয়েছে শুল্ক কর্মকর্তারা। বাংলাদেশে উনার যে পরিমাণ সম্পত্তি ছিল তার সবই তিনি ব্যায় করেছে গাড়িটা ছাড়ানোর জন্য। কোন আর্থক সাহায্য চাননি তিনি কারো কাছে। চেয়েছেন দেশটাকে নতুন করে তুলে ধরতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বারকলিপি দিয়ে জানিয়েছেন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে।
১৭-০৬-২০১৫ তারিখে
তিনি তখন আমাকে তার আশার কথা জানালেন দ্রুতই মুক্তি পাবে তার গাড়িটি।
আমরা দোয়া করব আমাদের দেশটার জন্য, দেশের মানুষের জন্য, এই মুক্তিযোদ্ধার জন্য যিনি দেশটাকে নতুন করে তুলে ধরতে চেয়েছেন বিশ্বের কাছে।
আমিন।

হিন্দি সিরিয়াল

আমি কার্টুন দেখি প্রচুর পরিমানের বলা চলে। এর ইফেক্ট পড়েছে আমার উপর আমি প্রায়শই কার্টুন চরিত্রে কথা/কাজ করে ফেলি। যার কারনে মানুষ আমাকে দেখে হাসে।
মানে আমি হাসাতে পারি।

হিন্দি সিরিয়ালের দর্শকরা অন্যকে কাদাতে পারে!!
তাদের তুলনায় আমি ভালই আছি।

ভাল ছেলে

আমি একজন ভাল ছেলে।
খুব সহজেই বলে ফেললাম। কিন্তু ভালছেলে হওয়াটা কি খুব সহজ না মোটামুটি সহজই বলা যায়? আসলে দুটির একটিও না। ভালছেলে হওয়াটা খুব কঠিন ব্যাপার।
১. বড়দের কথায় হ্যাঁ বলতে হবে। যদি ভুলও বলে তাও হ্যাঁ বলতে হবে। যদি হা বলি তা আমার জীবনে এফেক্ট করবে, তিনিও নিজের সিদ্ধান্তকে সঠিক ভাববে, যা পরবর্তী অন্যের উপর এফেক্ট করবে। আর এসব ভেবে যদি না বলি তাহলে চরম বেয়াদব হব আমি।
২. সবসময় চুপচাপ থাকতে হবে বেশী কথা বললেই বেয়াদব, তার মানে কথা না বলে শুনে শুনে তক্তা হই এই তাদের প্রয়াস। খুশি হয়ে হটাৎ চিৎকার দিলেই ছেলেটা বখে গেছে।
৩. সবসময় সালাম দিতে হবে, দিলামও বটে হটাৎ একদিন খেয়াল করলাম না, যার কারনে সালাম মিস। গেছে ছেলেটা এতদিন ভালই ছিল কিন্তু শয়তান কি আর ভাল থাকে!!!
৪. সিনেমা হলে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ, কারন জানতে চাইলে "বেয়াদব মুখে মুকে তর্ক"!!!
৫......

মধ্যবিত্ত ভালবাসা

মধ্যবিত্ত ছেলেদের ভালবাসা নিষেধ। কারণ তারা অকারনে ভালবাসে। ভালবেসে কোন দ্রব্যসামগ্রী উপহার তারা দিতে পারে না।
খুশি রাখতে পারেনা তাদের ভালবাসার মানুষটিকে। অনেক সময় ত বাবা মার ভয়ে বলতেই ভয় পায়।
ডেটিং এর খরচের কথা তাকে ভাবতে হয়, বাবার গরিব পকেট থেকে অনেক আজুহাতে নিতে হয় টাকা। সংসারটা যে কষ্টে চলে তা সে জানে,,, তাই।
ভালবেসে সময় মত তাকে ঘরে তুলে আনব তা আর হয়ে উঠেনা। বাবার টাকায় সংসার চলেনা, আমার পড়াশুনা শেষ হয় নাই, চাকুরী কবে পাব; কবে বিয়ে করব,,,,, ইত্যাদি বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই।
আসলেই তাই আমাদের ভালবাসাটা অন্যায়। আমরা ভালবাসলে আমাদের পরিবারে চাপ পড়ে, সেটা হোক আর্থিক বা রাজনৈতিক।
আমাদের ভালবাসাটা মনে মনে কলা খাবার মত, যা বাস্তবে সম্ভব নয়।
নতুন দিনে জীবনটা সাজাতে চেষ্টা করি আবার ভালবাসটে শুরু করি যা চলতেই থাকে মিলেনা কোন কোন সমীকরনের মত।

realme Buds Free Earphone