মধ্যবিত্ত ছেলেদের ভালবাসা নিষেধ। কারণ তারা অকারনে ভালবাসে। ভালবেসে কোন দ্রব্যসামগ্রী উপহার তারা দিতে পারে না।
খুশি রাখতে পারেনা তাদের ভালবাসার মানুষটিকে। অনেক সময় ত বাবা মার ভয়ে বলতেই ভয় পায়।
ডেটিং এর খরচের কথা তাকে ভাবতে হয়, বাবার গরিব পকেট থেকে অনেক আজুহাতে নিতে হয় টাকা। সংসারটা যে কষ্টে চলে তা সে জানে,,, তাই।
ভালবেসে সময় মত তাকে ঘরে তুলে আনব তা আর হয়ে উঠেনা। বাবার টাকায় সংসার চলেনা, আমার পড়াশুনা শেষ হয় নাই, চাকুরী কবে পাব; কবে বিয়ে করব,,,,, ইত্যাদি বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই।
আসলেই তাই আমাদের ভালবাসাটা অন্যায়। আমরা ভালবাসলে আমাদের পরিবারে চাপ পড়ে, সেটা হোক আর্থিক বা রাজনৈতিক।
আমাদের ভালবাসাটা মনে মনে কলা খাবার মত, যা বাস্তবে সম্ভব নয়।
নতুন দিনে জীবনটা সাজাতে চেষ্টা করি আবার ভালবাসটে শুরু করি যা চলতেই থাকে মিলেনা কোন কোন সমীকরনের মত।
খুশি রাখতে পারেনা তাদের ভালবাসার মানুষটিকে। অনেক সময় ত বাবা মার ভয়ে বলতেই ভয় পায়।
ডেটিং এর খরচের কথা তাকে ভাবতে হয়, বাবার গরিব পকেট থেকে অনেক আজুহাতে নিতে হয় টাকা। সংসারটা যে কষ্টে চলে তা সে জানে,,, তাই।
ভালবেসে সময় মত তাকে ঘরে তুলে আনব তা আর হয়ে উঠেনা। বাবার টাকায় সংসার চলেনা, আমার পড়াশুনা শেষ হয় নাই, চাকুরী কবে পাব; কবে বিয়ে করব,,,,, ইত্যাদি বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই।
আসলেই তাই আমাদের ভালবাসাটা অন্যায়। আমরা ভালবাসলে আমাদের পরিবারে চাপ পড়ে, সেটা হোক আর্থিক বা রাজনৈতিক।
আমাদের ভালবাসাটা মনে মনে কলা খাবার মত, যা বাস্তবে সম্ভব নয়।
নতুন দিনে জীবনটা সাজাতে চেষ্টা করি আবার ভালবাসটে শুরু করি যা চলতেই থাকে মিলেনা কোন কোন সমীকরনের মত।
No comments:
Post a Comment