আমি একজন ভাল ছেলে।
খুব সহজেই বলে ফেললাম। কিন্তু ভালছেলে হওয়াটা কি খুব সহজ না মোটামুটি সহজই বলা যায়? আসলে দুটির একটিও না। ভালছেলে হওয়াটা খুব কঠিন ব্যাপার।
১. বড়দের কথায় হ্যাঁ বলতে হবে। যদি ভুলও বলে তাও হ্যাঁ বলতে হবে। যদি হা বলি তা আমার জীবনে এফেক্ট করবে, তিনিও নিজের সিদ্ধান্তকে সঠিক ভাববে, যা পরবর্তী অন্যের উপর এফেক্ট করবে। আর এসব ভেবে যদি না বলি তাহলে চরম বেয়াদব হব আমি।
২. সবসময় চুপচাপ থাকতে হবে বেশী কথা বললেই বেয়াদব, তার মানে কথা না বলে শুনে শুনে তক্তা হই এই তাদের প্রয়াস। খুশি হয়ে হটাৎ চিৎকার দিলেই ছেলেটা বখে গেছে।
৩. সবসময় সালাম দিতে হবে, দিলামও বটে হটাৎ একদিন খেয়াল করলাম না, যার কারনে সালাম মিস। গেছে ছেলেটা এতদিন ভালই ছিল কিন্তু শয়তান কি আর ভাল থাকে!!!
৪. সিনেমা হলে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ, কারন জানতে চাইলে "বেয়াদব মুখে মুকে তর্ক"!!!
৫......
Search This Blog
ভাল ছেলে
Subscribe to:
Post Comments (Atom)
-
মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এর সঠিকতা যাচাই করা যায়। আপনার মোবাইলের মেসেজ আপশনে গিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য DL <sp...
-
শর্টহ্যান্ড বা সাঁলিপি শর্টহ্যান্ড বা সাঁটলিপি কি? কোন কোন কাজে লাগে? কোথায় কাজে লাগে? কিভাবে শিখব? কেন শিখব? কিভাবে লিখে? শর্টহ্যান্ডে...
-
শর্ট হ্যান্ড এর পরিচিতি এবং এর সহজ শিক্ষন পদ্ধতি বিস্তারিক জানতে নিচের লিংকে দেখুন শর্টহ্যান্ড পরিচিতি এবং Practices Video Link ...
No comments:
Post a Comment