Search This Blog

যানজট

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ আর যানজট দিয়েছে আবেগ। মানে আমার যাত্রাপথে আমার কাজ নিয়ে চিন্তা করতে করতে কর্মস্থলে যাচ্ছি কিন্তু যানজট আমাকে শুধু কাজ নয় কবিতা, ছন্দ, গল্প, আরোও কত কি যে বলে শেষ করা যাবেনা ভাবতে শিখাচ্ছে। এত কিছু ভাবি ভাবতে ভাবতে ভাবনার ভিতর জ্যাম খেয়ে যায়, জ্যাম খুলে কিন্তু যানজট আর খুলেনা। কখন থেকে বসে ঘামাচ্ছি, আসলে ঘামাচ্ছিনা হাপাচ্ছি, কারন শরীরে যেটুকু পানি ছিল তা শেষ হয়ে গেছে কিন্তু যানজট শেষ হল না। এভাবে আর কতক্ষন, গাড়ির গতিবেগ যেখানে ৪০ কিমি প্রতি ঘন্টা সেখানে ৪০ফুট যেতে লাগছে ১ঘন্টা।

No comments:

realme Buds Free Earphone