Search This Blog

বেসিক কম্পিউটারে আমি কি কি শিখব বা কি কি শেখানো হয়?



বেসিক কম্পিউটার

বেসিক কম্পিউটারে আমি কি কি শিখব বা কি কি শেখানো হয়?

কম্পিউটার
১। কম্পিউটার কিভাবে অন, অফ করে।
২। রিফ্রেস কি, লেফট-রাইট বাটন এবং স্ক্রল বাটন কি কাজ করে।
৩। ফোল্ডার কি এবং কিভাবে তৈরী করে।
ওয়ার্ড
১। ফাইল কি, এমএস ওয়ার্ড কি?
২। ইংরেজি টাইপ, বিভিন্ন রকমের সিভি লেখা
৩। বিভিন্ন রকম ফরম বানানো সহ সরকারী চাকুরীর ফরম বানানো
৪। বাংলা টাইপ, ডকুমেন্ট সেভ, প্রিন্ট এবং নিজস্ব ফোল্ডারে তা সেভ করা।
এক্সেল
১। সেল, সেল এড্রেস, কলাম, রো চেনা।
২। যোগ, বিয়োগ, গুন, ভাগ, গড়, শতকরা নির্ণয় করা
৩। সাম, সামইফ, ইফ, কাউন্ট, কাউন্ট ইফ এর ব্যবহার
৪। বিভিন্ন ফরম বানানো,
৫। সেলারি শিট, ওয়েজ শিট, বিদ্যুৎ বিল বানানো।
৬। শিট নির্দিষ্ট পেজের চেয়ে বড় হলেও ফিক্সড করে প্রিন্ট করা।
৭। ফাংশনের কাজ শেখা চালু রাখা।
পাওয়ার পয়েন্ট
১। স্লাইড সম্পর্কে পুরো ধারণা, স্লাইডের আকার নিয়ে পুরো ধারণা।
২। কোন অবজেক্টকের এনিম্যাট করা।
৩। অবজেক্টকে এনিম্যাট দিয়ে আনা এবং রিমোভ করা।
৪। স্লাইড এনিম্যাট করে আনা এবং রিমোভ করা।
ইন্টারনেট
১। মেইল এড্রেস তৈরী করা, লগইন, মেইল সেন্ড
২। ফাইল এটাচ করে মেইল সেন্ড, ইনবক্স চেক, সেন্ড বক্স চেক, ড্রাফট, রিপ্লাই।
৩। ফাইল ডাউনলোড, চেক, মোভ।
৪। গুগলে ইনফো সার্চ।
ট্রাবলশুট
১। কম্পিউটার অন কিন্তু মনিটরে কিছু না দেখালে ঠিক করা।
২। সিস্টেম ইউনিটে টুট টুট শব্দ বন্ধ করা।
৩। কোন সফটওয়্যার কাজ না করলে তা আন-ইন্সটল করে নতুন করে ইন্সটল করা।
৪। উইন্ডোজ সেট-আপ, এবং সফটওয়্যারের বিভন্ন সেটিং দেখা।
কোথায় শিখবেন?
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিখতে পারেন কারণ এখানে কোয়ালিফাইড টিচার থাকে, তবে বেসরকারী যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবার আগে আলোচিত বিষয়গুলো শিখাবে কিনা তা নিশ্চিত হয়ে নিবেন।
দায়িত্ব
* সব প্রতিষ্ঠানই ঠিক মত শেখায় তবে আপনাকে সিরিয়াস হতে হবে, নোট নেবার মন-মানসিকতা বাদ দিয়ে নিজে নোট করার অভ্যাস করতে হবে।

No comments:

realme Buds Free Earphone