Search This Blog

দোকান ঘর ভাড়ার চুক্তিপত্র এর নমুনা


দোকান ঘর ভাড়ার চুক্তিপত্র

আমি (পুরো নাম), পিতাঃ (পিতার পুরো নাম), ঠিকানা: পৌর হোল্ডিং নম্বর: ??, গ্রাম: ??, পোস্ট অফিস: ??, থানা: ??, জেলা: ??। মালিক এবং ১ম পক্ষ আমার এই ভবনের নিচতলার দোকানঘর ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে এবং জনাব (দোকান যে নিবে তার পুরো নাম)...... ....... ....... পিতা: .... ....... ....... ....... ....... ....... ......., গ্রাম- .... ....... ....... ....... ......., পোস্ট: .... ....... ....... ....... ......., থানা:.... ....... ....... ....... ......., জেলা:.... ....... ....... ....... ....... .... ২য় পক্ষ প্রস্তাব গ্রহণ করিলে উভয় পক্ষ নিম্ন লিখিত শর্তাবলী গ্রহণ করিয়া আমার এই চুক্তিপত্র সম্পাদন করিলাম।
১।    দোকানের অবস্থান (দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব ইত্যাদি) (যেভাবে অবস্থান বোঝানো যায় সেভাবে)
২।    দোকানের নাম............................................ নম্বর যেমন- ( )
৩।    ব্যবসায়ের প্রকৃতি: (কাপড়, দোকান, মুদি দোকান ইত্যাদি)
৪।    দোকান ঘরের ভাড়া- মাসিক.................... টাকা। ২য় পক্ষ দোকান ঘরের মালিক ১ম পক্ষকে প্রতি মাসের ভাড়া সেই মাসের ১-৭ তারিখে প্রদান করিবেন।
৫।    দেশের আইনে নিষিদ্ধ এমন কোন পণ্য এই দোকানে ক্রয়-বিক্রয় করা চলিবে না।
৬।    ব্যবসায়ের প্রকৃতি ২য় পক্ষ ১ম পক্ষের অনুমতি ব্যতীত পরিবর্তন করিতে পরিবেন না।
৭।    ২য় পক্ষ দোকান ছাড়িয়া দিতে চাহিলে কমপক্ষে ৩ মাসের নোটিশ ১ম পক্ষকে প্রদান করিতে হইবে।
       অনুরুপভাবে ১ম পক্ষ ২য় পক্ষকে দোকান ছাড়িয়া দিতে বলিলে কমপক্ষে ৩ মাসের নোটিশ প্রদান করিতে হইবে।
৮।    দোকান ঘর দখলে যাইবার দিন ২য় পক্ষ ১ম পক্ষকে ..... ..... ..... .....টাকা অগ্রীম বাবদ প্রদান করিবেন।
৯।    ২য় পক্ষ দোকান ছাড়িয়া দিতে চাইলে ১ম পক্ষ অগ্রীম টাকা ২য় পক্ষকে ফেরৎ দিবেন।
১০।   ২য় পক্ষ দোকান ছাড়িয়া দিলে প্রথমে তিনি যে অবস্থায় গ্রহণ করিয়াছিলেন সেই অবস্থায় ফিরাইয়া দিবেন।
১১।     ২য় পক্ষের আওতাধীন থাকাকালে দোকান ঘরের কোনরূপ  ক্ষতি সাধিত হইলে ২য় পক্ষ নিজ খরচে উহা মেরামত বা সংস্কার করিবেন।
১২। ২য় পক্ষ যথানিয়মে বাণিজ্যিক মিটার রিডিং অনুসারে বিদ্যুৎ বিল পরিশোধ করিয়া পরিশোধিত বিলঠি ১ম পক্ষকে প্রদান করিবেন।।
১৩। ২য় পক্ষ প্রতিমাসের পানির খরচ বাবদ .................. টাকা ১ম পক্ষকে প্রদান করিবেন।
১৪। ২য় পক্ষগণ নিরাপত্তার জন্য একজন দারোয়ান রাখিতে পারিবেন। দারোয়ানের বেতন সকলে ভাগভাগি করিয়া প্রদান করিবেন।
১৫। মার্কেটের সম্মুখভাগের পরিচ্ছন্নতা ...... .... .... .... .... ... ..... .... .... .....
১৬। ২য় পক্ষ তার দোকানের আংশিক বা সম্পূর্ণ অন্য কাউকে ভাড়া দিতে পারিবেন না।

... .... ....  তারিখে আমরা উভয় পক্ষ উপরে উল্লিখিত শর্তাবলী গ্রহণ করিয়া স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে এই চুক্তি পত্রে স্বাক্ষর প্রদান করিলাম।
১ম পক্ষ                                                                                       ২য় পক্ষ
স্বাক্ষর-                                                                                        স্বাক্ষর-
সাক্ষী:   ১।
          ২।

2 comments:

Unknown said...

Amar laisene sobi piggar amar r sob onno joner akhon ame ki korbo

পরিবর্তন said...

দোকানের চুক্তিনামা দোকানের মালিক করে থাকেন, এতে আপনি ভাড়াটিয়া।

realme Buds Free Earphone