Search This Blog

নামায এবং আদব

==> আসসালামুআলাইকুম, ভালো আছেন ভাই..
<> ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ্‌, ভালো আছি।
==> কিছু মনে না করলে আপনার সাথে কিছু ভুল নিয়ে কথা বলতে চাচ্ছি, যদি অনুমতি দেন।
<> জ্বিম আচ্ছা ঠিক আছে বলুন, তবে রেগে গেলে আপনি চলে যাবেন, এই শর্তে।
==> আচ্ছ ভাই, দেখলাম আপনি নামাজের সময় বার বার শরীরের বিভন্ন যায়গায় চুলকাচ্ছিলেন।
<> আসলে নামাজের সময় এমন কেন যে হয়, বার বার শরীর চুলকায়।

==> আচ্ছ ভাই, আপনি মনে হয় পড়াশুনা করেন,
<> হ্যা, অনার্স তৃতীয় বর্ষ,
==> আচ্ছা, আপনি কোন সময় প্রিন্সিপাল বা আপনার ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলার সময় এমন শরীর চুলকিয়েছিলেন বা হাই বা কাশি দিয়েছিলেন যখন আপনি অসুস্থ ছিলেন না?
<> অসম্ভব, তাদের সামনে যাবার আগে অনেক ভেবে যাই, যতই যাই হোক কোন মোড়ামুড়িও করি না।
==> তারা তো আল্লাহ্‌র সৃষ্টি তিনি আপনাকেও তৈরী করেছেন, তাদের দেখে আপনি এত সতর্ক অথচ যিনি সকল ক্ষমতার মালিক সে আপনার সামনে থাকাবস্থায় আপনি কিভাবে শরীর চুলকান।
<> জ্বী ভাই, লজ্জ্বা দিবেন না, আমি আর এমন করব না।
==> জ্বী ভাই, এত লজ্জ্বার কিছু নেই আপনি বুঝতে পেরেছেন এটা আপনার অর্জন, আপনি আর সবাইকে সকর্ত করে দিবেন এটা আশা করি, ভালো থাকবেন।

No comments:

realme Buds Free Earphone