আমি নিজেকে মনে প্রানে বাঙালী মনে করি। একমাত্র বাঙালী হবার কারনেই আমি আমার প্রতিবেশীদের প্রতিবেশি নয় ভাই হিসেবে মনে করি। আমার ভাইএর বিপদ মানেই আমার বিপদ। আমার ভাইএর যে কোন ভুল আমার কাছে সমাধান যোগ্য। আমি এবং আমাদের জাতীয়তা বাঙালী হবার কারনে আমাদের ভ্রাতৃত্ববোধ বিশ্বজুড়ে। আমরা বিদেশিদের ভাই বলে সম্বন্ধন করি। আমরা আমাদের ভাইদের ভালবাসি।
বাংলাদেশের স্বাধিনতার মূলে ছিলাম আমরা বাঙালীরা। আমরা আমাদের অপরাধী ভাইদের সুযোগ দেয়েছিলাম কিন্তু তারা সেই সুযোগে আমাদের উপর ঝাপিয়ে পড়েছিল। শুধু মাত্র বাঙালীদের নেতৃত্বেই গড়ে উঠেছিল সংগ্রাম পরিষদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের বলেছিলেন আমরা সকলের প্রতি দায়িত্বশীল হই যেন আমাদের যেন বদনাম না হয়।
No comments:
Post a Comment