Search This Blog

শাখা রাস্তা

আমাদের সরকারের বড় বড় চোখ তারা বড় রাস্তা দেখেন। বড় রাস্তা দিয়ে যাতায়াত করেন। কাজ হাতে নিলে আগে বড় রাস্তার কাজটা নেন। আমাদের সরকারের তাই একটা কাজ করেছেন তা হল স্থানিয় সরকার। স্থানিয় সরকারের নেতারা ছোট খাট হন। আমি তাদের সন্মান করি। তো ছোট নেতারা তো আর বড় রাস্তা তেমন একটা প্রয়োজন হয় না। তারা ছোট রাস্তা বা শাখা রাস্তা ব্যাবহার করেন। যেগুলোতে শুখনো মৌসুমে ধুলা বালি আর বর্ষাতে ২ থেকে ৩ ইঞ্চি কাদা থাকে। আপনাদের গাড়ী আছে আপনাদের অসুবিধা নাই। কিন্তু আমরা তো হেটে যাই। আপনাদের সাথে দেখা করতে গেলেও ভোগান্তি পোহাতে হয়।
এত্যো এত্যো অসুবিধার মাঝেও আপনারা সরকার মহাদয়ের কাছে এই শাখা রাস্তা ঠিক করার জন্য কিছু কি করেন। না করে থাকলে এখনি আবেদন করেন। আর বাজেট আসলে নিজেরা ভাগাভাগি একটু কম কইরা বেশী মানের রাস্তা বানান।
আমি বাঙালী
সবার কথা ভাবি
জয় বাংলা।

No comments:

realme Buds Free Earphone