ফুটপাত, তাও আবার আমাদের দেশে!! হ্যারে ভাই আমাদের দেশে সব আছে। বিশাল বিশাল ফুটপাত এবং সংকীর্ন ফুটপাত সহ দখল এবং হারিয়ে যাওয়া সব ধরনের ফুটপাত আছে। এসব ফুটপাত কখনো উচু আবার কখনো নিচু, কোথাও সাড়া বছর নির্মান কাজ চলমান যা চলবে, আবার কোন ফুটপাতে হাটতে গিয়ে দেখবেন কোন ম্যানহোরে ঢাকনা নেই তবে সেখানে কোন গাছের ডাল/বাঁশ দেয়া আছে যাতে পড়ে গেলে বেয়ে বেয়ে উঠতে পারেন। এত সমস্যার ভিতরেও কিছু কিছু জনতাই কেবল ফুটপাত দিয়ে হাটতে পারে, সবার পক্ষে এত বাধা পেড়িয়ে ফুটপাতে হাটা সম্ভব হয় না। যারা এক কষ্ট করে হাটতে পারে না তারা সরল-সহজ মৃত্যুর রাজপথে হাটবে এবং এর সংখ্যা বেশি হবে এটাই স্বাভাবিক।
ওহ্ ওভার ব্রীজ বাদ থাকলো কেন, আসলে এত উপরে কে উঠবে বলেন, নিচ দিয়ে আরামে উপরে স্যরি ওপারে চলে যাবেন, এত কষ্ট করার কি আছে বলেন। জন্ম যখন হয়েছে মৃত্যুতো আসবেই তাই শুধু এক কষ্ট কেন?
ওহ্ ওভার ব্রীজ বাদ থাকলো কেন, আসলে এত উপরে কে উঠবে বলেন, নিচ দিয়ে আরামে উপরে স্যরি ওপারে চলে যাবেন, এত কষ্ট করার কি আছে বলেন। জন্ম যখন হয়েছে মৃত্যুতো আসবেই তাই শুধু এক কষ্ট কেন?
No comments:
Post a Comment