Search This Blog

ক্ষুধা

ভেড়ার পালের সাথে আমিও তাদের সাথে যাই তবে ফিরে আসি না। পালের সর্দার বলে নেকড়ে খেয়ে নিবে আমাকে। আমি জানাই নেকড়ে আমাকে খাবে না। সর্দার আমার কথা শুনে হাসে, আমিও হাসি। কারণ আমরা ক্ষুধা নিবারণ করার জন্য ঘাস খাই কই ঘাস তো পালিয়ে যায় না। তাদের অনেককে আমরা এবং আমিও খেয়েছি তারা হয়তো ব্যাথা পেয়েছে কিন্তু পালিয়ে যায় নি। কারণ একজনের জীবন আরেক জনের বৈচিত্র। নেকড়েরা আমাকে খাবে যখন তাদের ক্ষুধা লাগবে। ক্ষুধা লাগলেই তারা আমাকে খাবে নতুবা মানুষের মত জমিয়ে নষ্ট করবে না। তারা এবং আমরা ততটুকুই খাব যতটুকু খেলে আমাদের খুধা নিবারণ হবে। আমরা ঘাস খেয়ে ঘাসের উপর শুয়ে থাকি তখন তো ঘাস খাই না কেবল শুয়ে থাকি কারণ আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে।

No comments:

realme Buds Free Earphone